গরু পালনে ব্যাপক সফলতা পাওয়ার পাশাপাশি স্বাবলম্বী হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম ধূলজুরী গ্রামের আব্দুল মালেকের স্ত্রী মেহেরুন্নেছা। তার দেখাদেখি এলাকার অনেক নারীই গরু পালনে নিজেদের সম্পৃক্ত করেছে বলে জানান তিনি।
জানা যায়, মেহেরুন্নেছা ২০১৭ সালে নিজস্ব অর্থায়নে বাড়ির আঙ্গিনায় গড়ে তোলেন গরু মোটাজাতাকরণ প্রকল্প। পরবর্তীতে ২০২০ সালে অগ্রনী ব্যাংক লিমিটেড হোসেনপুর শাখা থেকে ঋণ নিয়ে উক্ত প্রকল্পের কাজ সম্প্রসারণ করেন।
মেহেরুন্নেছা বলেন, বর্তমানে তার খামারে বিভিন্ন উন্নত জাতের ১০টি গরু রয়েছে। গত ঈদুল আযহার কোরবানী হাটে গরু বিক্রি করে ২ লক্ষ টাকা মুনাফা আয় হয়েছে। এছাড়াও বৈজ্ঞানিক পদ্ধতিতে লিজকৃত ১ একর জমিতে ধান চাষ করেও আয় করছেন বলে জানান।
এ প্রসঙ্গে হোসেনপুর পৌরসভার সংরক্ষিত-২ আসনের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার জানান, ব্যক্তি ও সমাজ উন্নয়নে মেহেরুন্নেছার মত নারী উদ্যোক্তার প্রয়োজন। তার এমন সাফল্য দেখে অন্য নারীরাও কর্মে এগিয়ে আসবে।