গরু মোটাতাজা করার সময় খাদ্য প্রদানে যেসব নির্দেশনা মানা জরুরী তা দেশের অনেক খামারিরাই জানেন না। গরু মোটাতাজা করার মাধ্যমে দেশের অনেক বেকার যুবকরা স্বাবলম্বী হয়েছেন। গরু মটাতাজা করার জন্য গরুকে সঠিক নিয়ম মেনে খাদ্য প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আজকের এই লেখায় আমরা জানবো গরু মোটাতাজা করার সময় খাদ্য প্রদানে যেসব নির্দেশনা মানা জরুরী সেই সম্পর্কে-
গরু মোটাতাজা করার সময় খাদ্য প্রদানে যেসব নির্দেশনা মানা জরুরীঃ
১। গরুকে দানাদার খাদ্য খাওয়ানোর ক্ষেত্রে দানাদার খাদ্য চূর্ণ-বিচূর্ণ করে খাওয়াতে হবে।
২। মোটাতাজা করার জন্য কেনা গরুকে পরিষ্কার ও সুষম খাদ্য খাওয়াতে হবে। এতে গরু সুস্থ থাকবে ও গরুর বৃদ্ধি দ্রুত হবে।
৩। দৈহিক ওজন অনুসারে প্রয়োজনীয় খাবার একবারে না দিয়ে ২৪ ঘন্টায় ৫-৬ বারে দিলে পশুর হজম ক্রিয়া ভাল হয়।
৪। খামারে যে গরুগুলোকে মোটাতাজা করা হবে সেগুলোকে আশঁযুক্ত খাবার ২ থেকে ৩ ইঞ্চি টুকরা করে খাওয়াতে হবে।
৫। গরুকে খড় খাওয়ানোর পূর্বে ২ থেকে ৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে খাদ্যের মান আরও বৃদ্ধি পায়।
৬। মোটাতাজা করার জন্য পালন করা গরুকে প্রদান করা দানাদার খাদ্যে ৪ থেকে ৬ ভাগ চর্বি থাকতে হবে।
৭। গরুর বদ-হজম, পেট-ফাপা ও পাতলা পায়খানা হলে দানাদার খাদ্য প্রদান করা যাবে না।
৮। মোটাতাজা করা গরুকে অন্যান্য খাদ্য সরবরাহ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ করতে হবে।
আরও পড়ুনঃ যে কাজগুলো করলে গরুর খামারের উৎপাদন বাড়ে
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার