গাজীপুরে দুর্বৃত্তের বিষে মরলো ১০ লাখ টাকার মাছ। গাজীপুরের কালীগঞ্জে এক আইনজীবীর খামারে বিষ ঢেলে প্রায় দেড়শ মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার নাগরী ইউনিয়নের ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন খামারে মালিক গোলাম কিবরিয়া।
খামারের মালিক গোলাম কিবরিয়া বলেন, গত বুধবার সকালে কেয়ারটেকার মোখলেস ফোনে জানায় পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পরে সেখানে গিয়ে দেখি খামারে বিভিন্ন প্রজাতির প্রায় দেড়শ মণ মাছ মরে ভেসে উঠেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কালীগঞ্জের উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জাকির হোসেন জানান, খামারের মালিক ঢাকা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী। কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ভাসানিয়া এলাকায় জমি কিনে শখ করে সেখানে মাছের খামার করেছেন। খামারে দুইদিন আগে কে বা কারা বিষ ঢেলে দেয়। এতে খামারের সব মাছ মরে যায়। আমরা তদন্ত করে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
আরও পড়ুনঃ পুকুরে মাছের পোনা ছাড়ার পর পরিচর্যায় করণীয়
মৎস্য প্রতিবেদন / আধুনিক কৃষি খামার