ছাগলের খাদ্য চাহিদা পূরণে খামারিদের করণীয় যেসব কাজ রয়েছে সেগুলো ভালোভাবে জেনে রাখা দরকার। বর্তমান সময়ে ছাগল পালন একটি লাভজনক পেশা হিসেবে পরিচিতি লাভ করেছে। ছাগল পালনে খাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এ লেখায় আমরা জেনে নিব ছাগলের খাদ্য চাহিদা পূরণে খামারিদের করণীয় সম্পর্কে-
ছাগলের খাদ্য চাহিদা পূরণে খামারিদের করণীয়ঃ
ছাগল পালনে খাদ্য চাহিদা পূরণ করতে খামারিদের যেসব কাজ করতে হবে সেগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হল-
১। ছাগল পালনে খাদ্য চাহিদা পূরণ করতে হলে খামারের আশেপাশের পতিত জমিতে ঘাস লাগাতে হবে। প্রয়োজনের সময় ছাগলের খাদ্য চাহিদা অনুযায়ী সেই ঘাস খাওয়াতে হবে।
২। পরবর্তীতে যাতে খাওয়ানো যায় এমন খাদ্য শুকিয়ে নিয়ে সংরক্ষণ করে রাখতে হবে। কোন কারণে ছাগলের খাদ্য সংকট দেখা দিলে শুকনো খাদ্য ছাগলকে খাওয়াতে হবে।
৩। ছাগল পালনে খাদ্য চাহিদা পূরণে ছাগলকে মাঠে ছেড়ে পালন করা। ছাগলকে নিয়মিত মাঠে ছেড়ে পালন করলে খুব একটা বাইরের খাদ্য খাওয়াতে হয় না। এর ফলে একদিকে যেমন ছাগলের খাদ্য খরচ বেচে যায় তেমনি ছাগলের স্বাস্থ্য ঠিক থাকে।
৪। খাদ্য চাহিদা পূরণে ছাগলের জন্য তরল কোন খাদ্য উপাদান সংরক্ষণ করে রাখতে পারলে ভালো হয়। খাদ্য সংকট দেখা দিলে ছাগলকে শুকনো খাদ্যের সাথে তরল কিছু খাওয়াতে হবে।
৫। ভুট্টা ভাঙা কিংবা শুকনো কোন খাদ্য প্রক্রিয়াজাত করার পর রেখে দিতে হবে। কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে সেই খাদ্য ছাগলকে দিতে হবে।
আরও পড়ুনঃ বরিশালে বিষ প্রয়োগে ১০টি গরু হত্যা, ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার