লক্ষ্মীপুরের কমলনগরে পকুরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত শনিবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরলরেন্স ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মাছ চাষি জহিরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা যায়, জহির ৮ বছর ধরে তিন একর জমিতে পুকুর করে মাছ চাষ করে আসছিলেন। প্রতি বছরের মতো এবারও তিনি খামারে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন। শনিবার সন্ধ্যায় কে বা কারা তার খামারে বিষ প্রয়োগ করলে মাছগুলো মরে ভেসে ওঠে। বিষক্রিয়ার কারণে রোববার দুপুর পর্যন্ত খামারের প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে, যার বাজারমূল্য ১০ লক্ষাধিক টাকা।
মৎস্য চাষি জহির বলেন, খামার সংলগ্ন বাড়ির নুরুল ইসলাম, মিরাজ, নুরুল আনোয়ার, বাবলু ও আবু তাহেরের সঙ্গে তাদের বিরোধ রয়েছে। এ নিয়ে তার মা বাদী হয়ে আদালতে একটি মামলাও করেছেন। এর জেরে প্রতিপক্ষ বিষ প্রয়োগ করেছে বলে তার দাবি।
কমলনগর থানার ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের একটি অভিযোগ আমরা পেয়েছি। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।