
চালের বাজার নিয়ন্ত্রণে ৪ লাখ ১৮ হাজার মেট্রিক টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ৪ লাখ টন চাল আমদানির জন্য ৭১ টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেয়া হয়েছে।
গত ২১ আগস্ট ২০২১, খাদ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা যায়। বরাদ্দে নন বাসমতি সিদ্ধ চাল তিন লাখ ৬২ হাজার টন এবং আতপ চাল ৫৬ হাজার টন ধরা হয়েছে। গত ১৮ই আগস্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে চাল আমদানির জন্য বরাদ্দ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
বরাদ্দ পাওয়া আমদানিকারকদের আগামী ২৫শে সেপ্টেম্বরের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাতকরণ করতে হবে বলে উল্লেখ করা হয়েছে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু করা যাবে না এবং আমদানি করা চাল স্বত্বাধিকারী প্রতিষ্ঠানের নামে ফের প্যাকেটজাত করা যাবে না বলেও শর্তে বলা হয়েছে।
উল্লেখ্য যে, দেশে চালের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে শুল্ক ৬২ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এই সুবিধা আগামী আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।