বাণিজ্যিকভাবে মুরগি পালনে জন্য স্থান নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো দেশের অনেক খামারিরাই জানেন না। বর্তমানে আমাদের দেশের মাংসের ও ডিমের চাহিদা পূরণে মুরগি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের এই লেখায় আমরা জেনে নিব বাণিজ্যিকভাবে মুরগি পালনে জন্য স্থান নির্বাচনে বিবেচ্য বিষয় সম্পর্কে –
বাণিজ্যিকভাবে মুরগি পালনে জন্য স্থান নির্বাচনে বিবেচ্যঃ
১। খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা যাতে থাকে সে দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
২। যে স্থানে খামার করা হবে সেখানকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হতে হবে। মানুষের চলাচলের জন্য ব্যবহৃত মূলপথ থেকে অন্তত আধা কিলোমিটার দুরে খামারের স্থান নির্বাচন করতে হবে।
৩। মুরগি যে স্থানে পালন করা হবে সেই স্থান উঁচু হওয়া উচিত। খামার এমন স্থানে গড়তে হবে যেখানে বন্যার পানি কখনও প্রবেশ করতে না পারে।
৪। যে স্থানে মুরগির খামার করা হবে সেখানে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে আগে থেকেই।
৫। যে স্থানে খামার করা হবে সেখানকার মাটি বালু ও কাঁকর মিশ্রিত হতে হবে এবং মাটির পানি শোষণ ক্ষমতা থাকতে হবে।
৬। খামারে উৎপাদিত পণ্য, যেমন-ডিম, মুরগি ইত্যাদি সহজে বাজারজাতকরণের সুযোগ থাকতে হবে।
৭। খামার স্থাপনের জন্য নির্বাচিত স্থানের মূল্য তুলনামূলকভাবে কম কি না সেটাও বিবেচনা করতে হবে।
আরও পড়ুনঃ মৌলভীবাজারে পুঁজি হারিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন পোল্ট্রি…
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার