ব্রাহ্মণবাড়িয়ায় আউশের বাম্পার ফলনে খুশি হয়েছেন স্থানীয় চাষিরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় আউশ ধান চাষ করে বেশ ভালো ফলন পেয়েছেন কৃষকরা। বাজারে ধানের দাম ভালো পেলে আগামীতে আরও বেশি জমিতে আউশের চাষ করবেন বলেও জানান তারা।
স্থানীয় কৃষকরা জানান, আউশ ধানের চাষ নিয়ে তাঁরা বিভ্রান্তিতে ছিলেন। তাঁরা মনে করতেন আউশ ধানের ফলন পেতে সময় বেশি লাগে। যে কারণে সঠিক সময়ে আমন ধান রোপণ করা সম্ভব হতো না। এছাড়া আউশ ধানের দামও ভালো পাওয়া যেত না। এবার সরকারিভাবে আউশ ধানের প্রতি গুরুত্ব দিয়ে প্রণোদনা দেয়ায় দাবী জানান তারা।
কৃষক আবুল কাশেম বলেন, এবারের মৌসুমে ৬০ শতাংশ জমিতে আউশের চাষ করেছিলাম। এতে আমি প্রায় ২৪ মণ ধান পেয়েছি। আশেপাশের বেশিরভাগ কৃষকের আউশ ধানের ফলন ভালো হয়েছে।
উপ-সহকারি কৃষি অফিসার হাদিউল ইসলাম জানান, এবারে মৌসুমে সিঙ্গারবিলে প্রথমবারের মতো আউশ ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। আগামীতে আউশের চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছি।
আরও পড়ুনঃ ড্রাগন চাষে সফল মনিরুজ্জামান; প্রতিদিন বিক্রি আড়াই লাখ টাকা!
ডেইরি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার