মাদারীপুরে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে ঝুঁকছেন কৃষকরা। ভালো ফলন ও বাজারে চাহিদা থাকায় ড্রাগন ফল চাষে ঝুঁকছে জেলার চাষিরা। প্রতি বছরই এ জেলায় ড্রাগন চাষের জমির পরিমাণ বাড়ছে।
জানা যায়, জেলায় পাঁচ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। যা গত বছর ছিল মাত্র সাড়ে ৩ হেক্টর। পুরো জেলার মধ্যে মাদারীপুর সদরেই এ ফলের চাষ হয়েছে বেশি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের চরনাচনা গ্রামের সজিব হোসেন সাদ্দাম দেশ-বিদেশ থেকে উন্নত জাতের প্রায় পাঁচ হাজার ড্রাগন ফলের চারা সংগ্রহ করে চাষাবাদ শুরু করেন তিনি।
সজিব হোসেন বলেন, প্রতিদিন ড্রাগন বাগান পরিচর্যা করি, এখান থেকে আয় আসে। আশা রাখি আর বিদেশে যাওয়ার নামও নিব না। আমার এই বাগান দেখার জন্য প্রতিদিন শত শত মানুষ মাদারীপুর জেলাসহ পার্শ্ববর্তী জেলার লোকজন আসছে এবং ড্রাগনের চারা নিয়ে বাগান করছেন।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন জানান, চলতি মৌসুমে জেলায় ৫ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ করা সম্ভব হয়েছে। আগামীতে চাষাবাদ বাড়াতে কৃষি অফিস থেকে কৃষকদের সহযোগিতা করা হবে।
আরও পড়ুনঃ আখের বাম্পার ফলনে খুশি চাঁদপুরের কৃষকরা
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার