মুরগির খামারে লিটারের আর্দ্রতা কম-বেশি হওয়ার অসুবিধাসমূহখামারিরা অনেকেই সঠিকভাবে জানেন না। খামারে মুরগি পালনের ক্ষেত্রে লিটার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোন কারণে লিটারের আর্দ্রতা কোন কারণে কম বা বেশি হলে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে। আজকের এ লেখায় আমরা জেনে নিব মুরগির খামারে লিটারের আর্দ্রতা কম-বেশি হওয়ার অসুবিধাসমূহ সম্পর্কে-
মুরগির খামারে লিটারের আর্দ্রতা কম-বেশি হওয়ার অসুবিধাসমূহঃ
লিটারের আর্দ্রতা বেশি হলেঃ
১। পোলট্রি খামারের লিটারে আদ্রতা বেশী হলে মুরগির রক্ত আমাশয়সহ লিটারঘটিত বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে।
২। পোলট্রি খামারে লিটারের আর্দ্রতা বেশি হলে বাচ্চার চোখ ফুলে যায়, চোখে পানি আসে এবং সর্দিসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।
৩। পোলট্রি খামারে লিটারের আর্দ্রতা বেড়ে গেলে ব্রুডিং এ বাচ্চার মৃত্যুহারও বেড়ে যাওয়ায় সম্ভাবনা থাকে। এজন্য পোলট্রি খামারে লিটারের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরী।
৪। পোলট্রি খামারে লিটারের আদ্রতা বেশি হলে লিটার ভেজা বা স্যাতস্যাতে হয়ে যায়। ফলে সহজেই এমোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে থাকে। আর এমন অবস্থায় খামারের মুরগিগুলো নানা জটিলতায় ভুগে থাকে।
লিটারের আর্দ্রতা কম হলেঃ
১। পোলট্রি খামারের লিটারে আদ্রতা কম থাকলে সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটি হল ধুলি কণা উড়তে থাকে। আর এর ফলে খামারের বাচ্চার সর্দিসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন জটিল রোগ হয়ে থাকে।
২। পোলট্রি খামারে লিটারের আদ্রতা কম হলে বাচ্চা ডিহাইড্রেশনে বা পানি শূণ্যতায় ভুগে থাকে।
৩। খামারের লিটারে আদ্রতা কম থাকলে বাচ্চার পা শুকিয়ে যেতে পারে এমনকি প্যারালাইজডও হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ হাঁস পালনে কোটিপতি সুনামগঞ্জের আজহারুন
পোলট্রি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার