আজ আমরা মুরগির বাচ্চার ব্রুডিং তাপমাত্রা নিয়ে আলোচনা করব। মুরগির বাচ্চার বয়স অনুযায়ী কত তাপমাত্রা রাখতে হবে সেই চার্ট শেয়ার করব।
মুরগির বাচ্চার ব্রুডিং তাপমাত্রাঃ
বয়স (সপ্তাহ) | তাপমাত্রা (ডিগ্রি সেলসিয়াস) | তাপমাত্রা (ডিগ্রি ফারেনহাইট) |
১ম সপ্তাহ | ৩৫ ডিগ্রি | ৯৫ ডিগ্রি |
২য় সপ্তাহ | ৩২.২ ডিগ্রি | ৯০ ডিগ্রি |
৩য় সপ্তাহ | ২৯.৫ ডিগ্রি | ৮৫ ডিগ্রি |
৪র্থ সপ্তাহ | ২৭.৬ ডিগ্রি | ৮০ ডিগ্রি |
৫ম সপ্তাহ | ২৩.৮৮ ডিগ্রি | ৭৫ ডিগ্রি |
সাধারনত ২ সপ্তাহের বেশি ব্রুডিং করা লাগে না। তবে শীতের দিনে ব্রুডিং প্রায় চার-পাঁচ সপ্তাহ পর্যন্ত করতে হয়। ব্রুডিং তাপমাত্রার গোপন কথা হচ্ছে যে, ব্রুডিং যত সপ্তাহই করা লাগুক না কেন। প্রথম সপ্তাহের যে তাপমাত্রা দেয়া লাগে। এরপরে প্রতি সপ্তাহে ৫ ডিগ্রি ফারেনহাইট করে কমাতে হবে।