ম্যাসটাইটিস বা ওলান প্রদাহ রোগের লক্ষণ
√গাভীর ওলান লাল হয়ে ফুলে ওঠে এবং ওলানে হাত দিলে গরম অনুভুত হয়।
√গাভীর ওলানে প্রচুর ব্যাথা থাকে ফলে হাত দিতে দেয় না।
√গাভীর পেছনের পা দুটি ফাঁক করে দ্বাড়িয়ে থাকে শুতে পারে না।
√আক্রান্ত গবাদিপশুর শরীরের তাপমাত্রা বেড়ে যায় (১০৪-১০৭ ডিগ্রি ফা.)।
√গাভীর বাট শক্ত হয়ে যায় ফলে সহজে দুধ বের হয় না।
√গরুর দুধের রং হলুদ ও পুঁজের মত দেখায়। পরবর্তিতে দুর্গন্ধযুক্ত ও রক্ত মিশ্রিত দুধ বের হয়।
√আক্রান্ত বাঁট বন্ধ হয়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে পঁচন ধরে।
√মারাত্বক অবস্থায় পৌছালে গাভীর মৃত্যু ঘটে।
ডাঃ মোঃ শাহীন মিয়া
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ভেটেরিনারি অফিসার বিজিবি