ফজলুর রহমান, রংপুরঃ সোমবার সকালে আরডিআরএস বাংলাদশ কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘোনাপাড়া গ্রামে রব্বানী নামক এক কৃষকের প্রদর্শনী প্লটের ধান কর্তন শেষে স্থানীয় কৃষকদের নিয়ে জলবায়ু সহনশীল ব্রি-ধান ৮৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষকের ৫০ শতক জমিতে ব্রি-ধান ৮৭ ধানের প্রর্দশনী করে ফলন হয় হেক্টর প্রতি ৫.৮ টন।
স্থানীয় কছিম উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ উর্মি তাবাসসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক। এতে কৃষিবিদ ফজলুল করিম ও অনুপ কুমার ঘোষ এগ্রিকালচার অফিসার ও তাপস কুমার, ফিল্প ফ্যাসিলিটেটর আরডিআরএস রংপুরগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ রাঙামাটির পাহাড়ে ধানের বাম্পার ফলন
কৃষি প্রতিবেদন / আধুনিক কৃষি খামার