দেশে মোট পেঁয়াজের চাহিদার তুলনায় উৎপাদন কম। তাই চাহিদার বিপরীতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি যাতে এই পণ্যটির জন্য অন্যের মুখাপেক্ষী কিংবা আমদানি নির্ভর হতে না হয় সেজন্য সরকার পেঁয়াজের আবাদ সম্প্রসারণে কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় নীলফামারীর সৈয়দপুরে শুরু হয়েছে বারোমাসি জাতের পেঁয়াজের পরীক্ষামূলক চাষ।
উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বাঙালিপুর ও বোতলাগাড়ি ইউনিয়নে ৩০ জন কৃষক ও ১০ হেক্টর জমি বাছাই এর মাধ্যমে পেঁয়াজের বীজ, সার ও আর্থিক সহায়তাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হয়। কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও পরামর্শে পেঁয়াজ চাষ নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন ওইসব চাষিরা।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম জানান, এ অঞ্চলের মাটি এই জাতের পেঁয়াজ চাষের উপযোগী হওয়ায় কৃষি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ও পরামর্শে কৃষকরা এই প্রথম পরীক্ষামূলকভাবে এ জাতের পেঁয়াজ চাষ শুরু করেছেন। টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করছে কৃষি বিভাগের কর্মকর্তা ও মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
আরও পড়ুনঃ ডিমের খোসা দিয়ে জৈব সার তৈরির পদ্ধতি ও প্রয়োগের মাত্রা
কৃষি গবেষণা প্রযুক্তি / আধুনিক কৃষি খামার